মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // যশোর থেকে আবারো জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।যশোরের রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে একটি মাছের ট্রাক থেকে চারটি ককসিট ভর্তি চিংড়ি মাছ জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার নাজিউর রহমান।
এসময় যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও যশোর জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ওই মাছ ধ্বংস করা হয়।একই সাথে এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ওই মাছের মালিক মণিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে হোসাইন সরদারের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।যশোরের কোম্পানী কমান্ডার লেঃ নাজিউর রহমান জানান,গোপন সংবাদের প্রেক্ষিতে তারা জানতে পারেন একটি ট্রাকে জেলি পুশকরা চিংড়ি মাছ মণিরামপুর হয়ে যশোরের দিকে আসছে। তাৎক্ষনিক তারা রাজার হাট এলাকায় অবস্থান নেন।রাত সাড়ে সাতটার পর একটি মাছ ট্রাক ভর্তি ঢাকা মেট্রো-ড-১৪-৭৯৫৭ তল্লাশি করা হয়।ওই ট্রাকের মধ্যে চারটি কর্কসিটে থাকা চিংড়ি মাছে জেলি পুশ করার বিষয়টি প্রমান পাওয়া যায়।
এক পর্যায়ে তারা স্বীকারও করেন। পরে তাদেরকে জরিমানা করা হয় ও সব মাছ ধ্বংস করা হয়। এসময় র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি এইচ. এম শফিকুর রহমান ও যশোর জেলা মৎস্য অফিসার উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।