মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে যশোর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সমাজের সকল পেশাজীবি মানুষের উপস্থিতিতে শনিবার বিকালে পথসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার ও উক্ত অনুষ্ঠানের সভাপতি প্রলয় কুমার জোয়ারদার,পুলিশ সুপার তার বক্তব্যে শুরুতে বলেন আজকের দিনটি হলো আমাদের আনন্দের দিন। আর এই আনন্দঘন মুহুর্তটি সকলের সাথে ভাগা-ভাগি করে নিতেই জেলা পুলিশের এই আয়োজনে।তিনি বলেন, আমরা বাঙালি জাতি যে পারি সেটা সর্বপ্রথম জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে দেখিয়েছিলেন এবং তারই যোগ্য উত্তরসূরী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার একক প্রচেষ্টা ও সাহসিকতায় আজকের এই পদ্মা সেতু বাস্তবায়ন করে দেখিয়েছেন। অনুষ্ঠানে আরো স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী-লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, যশোর প্রেসক্লাবের সভাপতি, উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ,নির্বাচিত প্রতিনিধিগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ, জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ সহ সমাজের সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।