1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ - Khulnar Khobor
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভিনন্দন মিছিল পাইকগাছায় শিক্ষক বদিউজ্জামানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটের তিন আসনে মনোনয়ন ফরম কিনলেন বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। খুলনার সোনাডাঙায় মুক্তা হাউজে এনসিপি নেতাকে গুলি বিশ্ব শান্তি রক্ষায় দক্ষিণ সুদানের উদ্দেশ্যে নৌবাহিনীর সদস্যদের ঢাকা ত্যাগ যশোরে ইজিবাইকে ওঠাই কাল হলো ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু খুলনা-৪ আসনে মাওলানা সাখাওয়াত হোসাইন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ বাগেরহাটের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত দিঘলিয়ায় মায়ের কাছ থেকে সুকৌশলে জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের যশোরের সাবেক কাউন্সিলার আলোচিত টাক মিলন ঢাকা থেকে আটক লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির ইন্তেকালে শোক ডুমুরিয়ায় ব্যানার,ফেস্টুন,তোরণ ও বিলবোর্ড অপসারণে উপজেলা প্রশাসনের অভিযান পাইকগাছায় ধানের শীষের প্রার্থী বাপ্পী’কে বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা  নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ১০ হাজার ইয়াবা উদ্ধার সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক: অফিসার ইনচার্জ মোল্লাহাট বাগেরহাট – ৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের মনোনয়ন পেলেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, নেতাকর্মীদের উচ্ছ্বাস। মোল্লাহাটে সামাজিক যোগাযোগমাধ্যমের স্ট্যাটাসকে কেন্দ্র করে এরশাদ সরদার  আহত। শহিদ হাদির জানাজার সময় পরিবর্তন হয়ে বেলা দুইটায়

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’

  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বুধবার (২৫ জুন) খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবেশকে সুন্দর রাখতে প্লাস্টিক পণ্যের ব্যবহার বর্জন করতে হবে। প্লাস্টিকের পরির্বতে পাটজাত পণ্যের প্রতি সবাইকে আগ্রহ বাড়াতে হবে। পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে সুন্দর আবাসস্থল উপহার দিতে হলে পরিবেশ রক্ষার বিকল্প নেই।

প্লাস্টিক পণ্য যত্রতত্র না ফেলে এগুলো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তিনি বলেন, মাইক্রোপ্লাস্টিক ও অন্যান্য কেমিক্যাল মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারসহ বিভিন্ন জটিল মরণব্যাধিতে অক্রান্ত হচ্ছে। এর ক্ষতিকর দিকগুলো প্রচার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নিদের্শনা দেন বিভাগীয় কমিশনার।
অনুষ্ঠানে জানানো হয়, সুপার শপগুলোতে এবং কাঁচা বাজারসহ সারাদেশে পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়সহ জেলার আওতাধীন ৮৫টি মোবাইলকোর্ট পরিচালনা করে মোট ৬ লাখ ৩৫ হাজার আটশত ৫০টাকা জরিমানা আদায় এবং ১২ হাজার একশত কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম ও পুলিশের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার কাজী মইনউদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. সালমা বেগম। স্বাগত বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ সাদিকুল ইসলাম। খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরে পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।