1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিএনপি’র ব্যতিক্রমী উদ্যোগ হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত - Khulnar Khobor
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার সোনাডাঙায় মুক্তা হাউজে এনসিপি নেতাকে গুলি বিশ্ব শান্তি রক্ষায় দক্ষিণ সুদানের উদ্দেশ্যে নৌবাহিনীর সদস্যদের ঢাকা ত্যাগ যশোরে ইজিবাইকে ওঠাই কাল হলো ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু খুলনা-৪ আসনে মাওলানা সাখাওয়াত হোসাইন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ বাগেরহাটের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত দিঘলিয়ায় মায়ের কাছ থেকে সুকৌশলে জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের যশোরের সাবেক কাউন্সিলার আলোচিত টাক মিলন ঢাকা থেকে আটক লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির ইন্তেকালে শোক ডুমুরিয়ায় ব্যানার,ফেস্টুন,তোরণ ও বিলবোর্ড অপসারণে উপজেলা প্রশাসনের অভিযান পাইকগাছায় ধানের শীষের প্রার্থী বাপ্পী’কে বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা  নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ১০ হাজার ইয়াবা উদ্ধার সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক: অফিসার ইনচার্জ মোল্লাহাট বাগেরহাট – ৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের মনোনয়ন পেলেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, নেতাকর্মীদের উচ্ছ্বাস। মোল্লাহাটে সামাজিক যোগাযোগমাধ্যমের স্ট্যাটাসকে কেন্দ্র করে এরশাদ সরদার  আহত। শহিদ হাদির জানাজার সময় পরিবর্তন হয়ে বেলা দুইটায় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যডভোকেট আজমল হোসেন বাচ্চুর পক্ষে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে উদ্বোধন হলো স্প্রিং-২০২৬ এর এ্যাডমিশন ফেয়ার পাইকগাছায় ধানের শীষের প্রার্থী বাপ্পী’কে বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা 

এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিএনপি’র ব্যতিক্রমী উদ্যোগ হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১১৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||রঙিন সামিয়ানাহতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। সামিয়ার নিচে চেয়ার, রয়েছে খাবার পানি ও পর্যাপ্ত স্যালাইনের ব্যবস্থা। এ চিত্র চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে মহানগরীর বিভিন্ন কেন্দ্রের পাশেই।

শুধু তাই নয়, রয়েছে পরীক্ষার্থীদের বই, খাতা, মোবাইল আর ব্যাগ নিরাপদে রাখার জন্য কাজ ব্যস্ত সময় পার করেছেন এক ঝাঁক তরুণ-তরুণী।

নগরীর হাজার হাজার পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য এমন ব্যতিক্রম আয়োজনের উদ্যোক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিনের। যার সঙ্গে স্বতঃস্ফ‚র্তভাবে কাজ করছেন ছাত্রদলের কর্মীরা।

ব্যতিক্রমি এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও অভিভাবকরা। অভিভাবকরা বলছেন, এটি একেবারে নতুন উদ্যোগ। এই উদ্যোগ হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। অভিভাবকদের অধিকাংশই নারী হওয়ায় তাদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় গরমে দাঁড়িয়ে থাকা অনেক কষ্টের। এছাড়া পরীক্ষার্থীরা বই, খাতা, মোবাইল নিয়ে বিপাকে পড়েন প্রতিনিয়ত।

মহানগর বিএনপি’র দপ্তর সেলের শরিফুল ইসলাম টিপু জানিয়েছেন, পরীক্ষার্থী সহায়তা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা নানা সেবা পাচ্ছেন। পরীক্ষার তাৎক্ষণিক প্রয়োজনীয় উপকরণ কলম, এছাড়া সুপেয় পানি ও খাবার স্যালাইন দেয়া হয়। পরীক্ষার্থী জন্য সহায়তা কেন্দ্রে মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র গচ্ছিত রাখে ছাত্রদলের নেতা-কর্মীরা।

এছাড়া পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার রুটিনপত্র প্রদান করা হয় এখান থেকে। খুলনা আযমখান কমার্স কলেজ কেন্দ্রে আসা পরীক্ষার্থীর অভিভাবক বলেন, বিএনপি’র ব্যনারে অভিভাবকদের বসার ব্যবস্থা সত্যিই প্রশংসার দাবি রাখে।

প্রচন্ড গরমে সামিয়ানা খাটিয়ে বসার চেয়ার দেয়ায় আমরা উপকৃত হয়েছি। অতীতে এমন উদ্যোগ কেউ গ্রহণ করেনি। তিনি মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে খালিশপুর হাজি মহসিন কলেজে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত একজন অভিভাবক বলেন, রকিবুল ইসলাম বকুলের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার। তিনি বলেন, অভিভাবক টেন্ট ও পরীক্ষার্থীদের সহায়তা কেন্দ্রগুলো অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

বিএনপি’র মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানিয়েছেন, খুলনায় এইচএসসি পরীক্ষার্থী ২৩হাজার ৪০৮ জন, আলিম পরীক্ষার্থী ১ হাজার ২১৪ জন এবং ভোকেশনাল/বিএমটি পরীক্ষার্থী ৩ হাজার ৪৪১ জন। সব মিলিয়ে পরীক্ষার্থী ২৮ হাজার ৬৩ জন। এসব পরীক্ষা ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ২৬টি কেন্দ্র পড়েছে খুলনা মহানগর এলাকায়।

খুলনা নগরীর ২৬টি কেন্দ্রে এ ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

খুলনার ছাত্রদলের দুই শতাধিকের বেশি নেতা-কর্মী এই সহায়তা কেন্দ্রে পরীক্ষার দিন স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা ইচ্ছে থাকা সত্তে ও অনেক কিছু করতে পারিনি।

শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বেপরোয়া কর্মকান্ডের কারণে ছাত্রদল তাদের দায়িত্ব পালন করতে পারেনি। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ বুকভরে নিঃশ্বাস নিতে পারছে।

আমরা মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারছি। আমরা সাধ্যমত শিক্ষার্থী-অভিভাবকদের পাশে থাকার চেষ্টা করছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।