মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোরে কারারক্ষী পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক কারারক্ষীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে যশোর সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন শহরতলীর শেখহাটি বাবলাতলা এলাকার বাসিন্দা শাহিনুর রহমান।
মামলার আসামি মনিরামপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে সোহাগ হোসেন, যিনি বর্তমানে সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত আছেন।আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা অভিযোগের প্রাথমিক গুরুত্ব বিবেচনা করে মামলাটির তদন্তের দায়িত্ব যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে দেন এবং দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা যায়, শাহিনুর রহমান ও আসামি সোহাগ হোসেন একই এলাকায় বসবাস করতেন। পরিচয়ের সুবাদে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সোহাগ হোসেন জানায়, তিনি চাইলে ইচ্ছুক প্রার্থীদের চাকরি দিতে সহায়তা করতে পারেন। এ প্রস্তাবে বিশ্বাস করে শাহিনুর রহমান তার ভাগ্নি বর্ষা খানমকে চাকরি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেন।
পরবর্তীতে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি শাহিনুর রহমান ৩শ টাকার একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা করে সোহাগ হোসেনকে ১৫ লাখ টাকা দেন। চুক্তি অনুযায়ী তিন মাসের মধ্যে চাকরি না হলে ক্ষতিপূরণসহ পুরো টাকা ফেরতের কথা ছিল।
তবে নির্ধারিত সময়ের মধ্যে চাকরি না হওয়ায় শাহিনুর রহমান টাকা ফেরত চাইলে সোহাগ হোসেন নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
সর্বশেষ ২০ জুন টাকা ফেরতের বিষয়ে সোহাগের সঙ্গে যোগাযোগ করলে তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রতারণার শিকার ভুক্তভোগী শাহিনুর রহমান আইনের আশ্রয় নেন। এখন বিষয়টির তদন্ত করছে ডিবি পুলিশ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।