খুলনার খবর || কমপ্লিট শাটডাউনে দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
সোমবার (৩০ জুন) সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো হিলি বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।
এতে স্বস্তি ফিরেছে বন্দরের আমদানিকারক ও সিআ্যন্ডএফ এজেন্টদের মাঝে। সেইসাথে বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোড কার্যক্রম শুরু হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, দুইদিন কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকার কারণে তারা পণ্য আনলোড ও বিক্রি করতে পারেননি, এতে ক্ষতির মুখে পড়তে হয়েছে।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারনসহ একাধিক দাবিতে শনিবার ও রোববার দুদিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
এর ফলে বন্ধ ছিলো হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।