খুলনার খবর ||যশোরের অভয়নগর উপজেলার এপার ওপারের যাতায়তে শতকোটি টাকায় নির্মিত ভৈরব সেতু অভিভাবকহীন হয়ে পড়েছে। রক্ষণাবেক্ষণ ও তদারকির না থাকায় চুরি হচ্ছে সেতুর মালামাল।
বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বেড়েছে চুরি-ছিনতাইসহ ছোটবড় দুর্ঘটনা। জনবল সংকট ও বরাদ্দ না থাকায় রক্ষণাবেক্ষণসহ তদারকি করতে পারছেনা উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি)। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ হলেই সেতুর দায়িত্ব নিতে পারে নওয়াপাড়া পৌরসভা কর্তৃপক্ষ।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামের সঙ্গে শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের সঙ্গে যুক্ত হয়েছে ভৈরব সেতু। ১৬টি স্তম্ভ (পিলার) বিশিষ্ট ৭০২,৫৫ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। সেতুর শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে ৬০টি সড়ক বাতি।
উপজেলার শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়নের সঙ্গে প্রেমবাগ, সুন্দলী, চলিশিয়া ও পায়রা ইউনিয়নসহ নওয়াপাড়া পৌর এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম এই ভৈরব সেতু।
তাই নির্মাণের পর থেকে রক্ষণাবেক্ষণ ও তদারকি করা হলেও গত এক বছর ধরে অযত্ন-অবহেলায় সেতুর নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
রবিবার সন্ধ্যার পর সরেজমিনে দেখা গেছে, ভৈরব সেতুর সড়ক বাতির সবকটি বন্ধ রয়েছে। অসংখ্য বাতি ও সেতুর গুরুত্বপূর্ণ স্থানের যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। কিছু কিছু স্থানে বৈদ্যুতিক তার কেটে ফেলা হয়েছে। নেই কোনো নিরাপত্তা কর্মী। অন্ধকারে টর্চ জ্বালিয়ে চলাচল করছে পথচারী।
শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোল্যা মাসুদ রানা বলেন, এ পারের ৪টি ওপারের ৪টি মোট ৮টি ইউনিয়ন ও ওপারের ১টি পৌরসভা নিয়ে অভয়নগর উপজেলা।
এপার ওপারের মানুষ, যানবহন চলাচল ভৈরব সেতুর গুরুত্ব অপরিসীম। এই সেতু দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। অথচ সেই সেতুর বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় দেড় বছর। সন্ধ্যার পর অন্ধকার পরিবেশে ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল করতে হয়। অন্ধকার পরিবেশের সুযোগ কাজে লাগিয়ে অপরাধী চক্র সক্রিয়।
যে কারণে চুরি-ছিনতাই বন্ধ করা যাচ্ছে না। শতকোটি টাকার সেতুতে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। আর ছোটবড় দুর্ঘটনা তো নিত্যদিনের সঙ্গী।
আমাদের ভৈরব সেতু এখন অভিভাবকহীন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে সেতুর নিরাপত্তা ও সড়ক বাতি সচল করার আহবান জানান তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।