রিয়াজুল ইসলাম রিয়াজ || প্রেম মানেনা বাঁধা, অন্ধ প্রেম জাতপাত মানেনি কখনো। হাজারো বাঁধা বিপত্তি, হাজার মাইলের দুরত্বেও আটকে থাকেনি প্রেম। মন দেয়া নেয়ার পরেই হাজারো মাইল পেরিয়ে প্রিয়তমাকে আপন করতে ছুটে এসেছেন এক চীনা যুবক লিউ সিলিয়ান।
ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতিসহ সব বাঁধার দেয়াল পেরিয়ে লিউ সিলিয়ান এলেন গোপালগঞ্জে। শুধু এসেই থেমে থাকেননি, জেলা শহরের নিচুপাড়া এলাকার তরুণী সীমা আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
গেলো রোববার গোপালগঞ্জের একটি আদালতে অ্যাফিডেভিট করে সীমা আক্তারকে বিয়ে করেন তিনি। চীনা জামাই পেয়ে খুশি সীমার পরিবার ও আত্মীয়স্বজন। প্রেমিককে দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকাবাসী।
জানা গেছে,চার মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সীমা ও লিউ সিলিয়ানের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। সীমার কাছে আসার জন্য লিউ সিলিয়ান দুই মাসের ছুটি চেয়েছিলেন কর্মস্থলে, কিন্তু ছুটি না পেয়ে শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দেন তিনি। অবশেষে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউ সিলিয়ান। ঢাকার একটি হোটেলে ওঠার পর সীমার বাবা নিজেই গিয়ে তাকে গোপালগঞ্জে নিয়ে আসেন। এরপর শুরু হয় নতুন জীবনের পথচলা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।