অদিতি সাহা, খুলনার খবর ||শ্রদ্ধা, আনুগত্য, যোগাযোগ, বোঝাপড়া এবং বিশ্বাসের সমন্বয়ে দু’জন মানুষের মধ্যে সুস্থ এবং নিরাপদ সম্পর্ক গড়ে ওঠে। এজন্য দু’জন মানুষের পক্ষ থেকেই চেষ্টা করতে হবে।
কিন্তু অন্যকে ভালোবাসতে গিয়ে আমাদের মধ্যে অনেকেই নিজেকে ভালোবাসার কথা ভুলে যাই!
নিজেকে যখন ভালোবাসবেন, তখন নিজের ভালো-মন্দ সম্পর্কে গভীরভাবে জানতে পারবেন। কোথায় উন্নতি দরকার, কী করলে নিজেকে আরো একটু ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন, তা বুঝতে পারবেন। সব মিলিয়ে আপনার চারপাশকেও অন্যরকম সুন্দর করে তুলবে।
অন্যকে ভালোবাসলে মনে প্রত্যাশার জন্ম নেয়, একপ্রকার চাপ থাকে। কিন্তু নিজেকে ভালোবাসার জন্য কোনো প্রত্যাশা লাগে না। নিজেকে ভালোবাসলে ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠা যায়।
যেকোনো সমস্যা সমাধানের সময় সবার আগে জানতে হয় যে, আমরা আসলে কী সমাধান করতে চাচ্ছি। আত্ম-প্রতিফলন আমাদের সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে সাহায্য করে।
আত্ম-প্রতিফলনের ফলে আমরা নিজেদের ত্রুটি এবং অপূর্ণতাগুলো চিনতে পারি। নিজের সাথে বোঝাপড়া ভালো হয়। আপনি যখন নিজের ভুলগুলো সম্পর্কে অবগত থাকবেন, তখন আন্তরিকভাবে ভুল স্বীকার করার ক্ষমতাও অর্জন করবেন।
মনে রাখবেন, ভুল স্বীকার এবং তার জন্যে ক্ষমা প্রার্থনা শক্তিমানেরাই করে থাকেন; এমন চর্চা আপনার সম্পর্কগুলোকে আরও দৃঢ় করবে।
অন্যের পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে কখনো কখনো নিজের ইচ্ছাগুলোকে ভুলে যাই আমরা। আমাদের কাছে নিজেকে প্রাধান্য দেওয়ার অর্থ হয়ে দাঁড়ায় স্বার্থপরতা।
অথচ নিজেকে ভালো রাখতে চাইলে নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়া খুব জরুরি। নিজেদের চিন্তাভাবনা, অভিমত এবং ইচ্ছার প্রতিফলন ঘটালে, অন্যের সাথে আরও ভালোভাবে যোগাযোগের পথ তৈরি হয়।
সবচেয়ে বড় কথা, আত্মোন্নয়নের জন্য নিজেকে জানা, বোঝা এবং ভালোবাসার প্রয়োজন।
নিজের ভালো-মন্দ বুঝে গেলে দিনশেষে আপনিও বুঝবেন, আপনাকে কে সত্যিকারের ভালোবাসে !
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।