রিয়াজুল ইসলাম রিয়াজ, খুলনার খবর || (প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে)
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ৩০০ ভ্যান চালকের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল।
২ জুলাই বুধবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা এ জেড পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ অস্বচ্ছল ভ্যানচালকের হাতে শুকনো খাবার (১০ কেজি প্যাকেট চাল, মশুর ডাল, তেল, চিনি, লবণ ও মশলা) তুলে দেন তিনি।
শুকনো খাবারের প্যাকেট পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা। ভ্যানচালকেরা জানান, চালডাল পেয়ে অনেক উপকার হলো। কিছুদিন ভালভাবে চলতে পারবো। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, অতি বৃষ্টিতে স্বল্প আয়ের মানুষেরা কাজে বের হতে পারেন না। তখন তাদের আয় উপার্জন বন্ধ থাকে। পরিবার পরিজন নিয়ে স্বল্প আয়ের মানুষেরা তখন খুব কষ্টে থাকেন। দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও তাদের মুখে একটু হলেও হাসি ফোঁটাতে চেষ্টা করছে সরকার।
বিচ্ছিন্ন ভাবে সরকারী খাদ্য সহায়তা পৌছে না দিয়ে সকলকে একত্র করে খাবার তুলে দেয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।