মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নারী-শিশুসহ এক পরিবারের তিন জনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন তারা।
গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ ঘটনা ঘটে।
অ্যাসিড-দগ্ধরা হলেন- ওই গ্রামের জামাত আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)।রিপা খাতুনের চাচা আব্দুর রহমান জানান, রিপা বছর চারেক ধরে একা থাকছে। স্বামীর বাড়ি ছেড়ে আসার পর ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকে।
মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের গৃহপরিচারক জসিম উদ্দিন (৩৫) রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম আজ রাত সাড়ে ৮টার দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে।
এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে পাঠান।আহত রিপা জানান, এশার আজানের ৫-১০ মিনিট আগে জসিম জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে।
আমি, ছোট ভাই ও মা খাটে বসেছিলাম। প্রথমে বুঝতে পারিনি। পরে মোবাইল ফোনের আলো জ্বেলে দেখি জানালার পাশে সে দাঁড়িয়ে আছে, হাতে অ্যাসিডের একটি বোতল।যশোর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার জুবায়ের আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইয়ানূরের পা, হাত ও বুকের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। তার অবস্থা একটু বেশি খারাপ।
এ ছাড়া তার মা ও বোনের শরীরের আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এটি অ্যাসিড কিনা, তা পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। দাহ্য কোনও কেমিক্যালও হতে পারে। ঘটনার পর যশোর ঝিকরগাছা থানার পরিদর্শক আবু সাঈদ গণমাধ্যমের সামনে বলেন, ‘ঘটনাটি শুনেছি।
শোনার পর ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। এছাড়া তাৎক্ষণিক পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবির বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
তারা রিপার পরিবারের সঙ্গে কথা বলেছে এবং হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছে। ঘটনার নেপথ্যের কারণ ও জসিমকে গ্রেপ্তারে অভিযান চলছে। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল জানান, খবর পেয়ে র্যাবের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জসিমকে ধরতে অভিযান চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।