খুলনার খবর ||খুলনার খান জাহান আলী থানাধীন জাবদিপুর এলাকায় রেললাইন সংলগ্ন একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার সন্ধ্যায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। পুড়ে যায় ঘরের সব আসবাবপত্র, মূল্যবান সামগ্রীসহ ৬০ হাজার টাকা নগদ অর্থ। সর্বমোট ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হন মো. ইব্রাহিম খলিল নামের এক ইজি বাইক চালক। তার পরিবারে রয়েছেন স্ত্রী সন্তানসহ মোট ছয়জন সদস্য।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান খুলনা-৩ আসনের গণমানুষের নেতা, বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল। তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ, নতুন টিন এবং পূর্ণ পুনর্বাসনের আশ্বাস প্রদান করা হয়।
বকুল ভাইয়ের পক্ষ থেকে এ সহায়তা পৌঁছে দেন বিএনপি নেতা বোরহান উদ্দিন সেতু। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।