খুলনার খবর || যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া কাঁচাবাজার সংলগ্ন ভৈরব নদের পাড় থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়রা সন্দেহ প্রকাশ করেছেন এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা হতে পারে। এ ঘটনায় এলাকায় উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে স্থানীয়দের নজরে এসে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও মৃতের ভাইদের উপস্থিতিতে ভেঙে টিনের ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম ইমরান হোসেন (২০), তিনি উপজেলার শংকরপাশা শাহিনপাড়া গ্রামের মোঃ বাবু কসাইয়ের ছেলে। স্থানীয়রা জানায়, ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল। মরদেহ আংশিক পচে গলে অবস্থায় ছিল। ঘরের মধ্যে একটি টুল পাওয়া গেছে, যার ওপর দাঁড়িয়ে গলায় ফাঁস নেয়ার প্রাথমিক ধারণা করা হচ্ছে।
তবে ঘরের উচ্চতা, পায়ের নিচে রক্তের ছাপ এবং মরদেহের অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, ফাঁস নিলে পায়ের নিচে মাটি স্পর্শ করা উচিত, কিন্তু এখানে তা হয়নি। টুলটি কি আসলেই ফাঁসির জন্য ব্যবহার হয়েছিল নাকি তা সাজানো হয়েছে, সেটাই এখন তদন্তের বিষয়।
ইমরানের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পারিবারিক কলহের কারণ হয়ে উঠতেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আলিম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত অব্যাহত রয়েছে।” ইমরানের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মা-বাবা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।