খুলনার খবর ||আমার দেশ পত্রিকার (সম্পাদক) মাহমুদুর রহমানের মা অধ্যাপক মাহমুদা বেগম আর নেই।
আজ রোববার ভোরে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। মাহমুদা বেগম একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদ,সহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
তিনি দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন।
কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।
মরহুমার জানাজা আজ (রোববার) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে। এরপর জুরাইনের পুরনো ভিআইপি কবরস্থানে তাকে দাফন করা হবে।
শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন খুলনার খবর (অনলাইন নিউজ পোর্টাল) এর নির্বাহী সম্পাদক মো: শরিফুল ইসলাম, বার্তা প্রধান এফ এম আজাদ, ব্যবস্থাপনার সম্পাদক ইমরুল ইসলাম (ইমন) সহ খুলনার খবরের সকল সাংবাদিকবৃন্দ।।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।