খুলনার খবর ||সুন্দরবন নিয়ে শিশুদের মধ্যে সচেতনতা ও আগ্রহ তৈরির লক্ষ্যে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (TOAS) এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এই প্রতিযোগিতায় দাকোপ উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
প্রথম ধাপে ৪টি প্রাথমিক বিদ্যালয় যথা কালিকাবাটি, প্রফুল কুমার, বি কে বড়বাঁক ও লাউডোব বানীশান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
টোয়াসের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড জানান, আমাদের লক্ষ্য হলো শিশুদের সুন্দরবনের গুরুত্ব বোঝানো, তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের চেতনা সৃষ্টি করা।
প্রতিযোগিতায় বিজয়ীদের বই উপহার এবং অংশগ্রহণকারীদের মাঝে সুন্দরবন সংরক্ষণে উৎসাহিত করার বার্তা পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোয়াসের সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার, সহ-সভাপতি আল-আমীন লিটন, সাংগঠনিক সম্পাদক শাহ জামান খান পপুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহেদী ইসলাম রকিসহ টোয়াসের অন্যান্য সদস্যবৃন্দ।
পরবর্তী ধাপে আরও কয়েকটি বিদ্যালয়ে এই আয়োজন চলমান থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।