খুলনার খবর ||আজ ১৮ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ (শুক্রবার) সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক, যৌতুক, নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে ইমাম ও ওলামাদের করণীয় শীর্ষক বিভাগীয় ইমাম সম্মেলন এবং মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, খুলনা-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ফ ম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকার। খুলনা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব আঃ ছালাম খান মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ), ইসলামিক ফাউন্ডেশন; খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব ফিরোজ সরকার; জনাব মোঃ রেজাউল হক পিপিএম ডিআইজি, খুলনা রেঞ্জ, খুলনা; জনাব মোঃ শহিদুল আলম, প্রকল্প পরিচালক, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প, ইসলামিক ফাউন্ডেশন; মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, গভর্নর, বোর্ড অব গভর্নরস, ইসলামিক ফাউন্ডেশন সহ খুলনা জেলা ও উপজেলা থেকে আগত আলেম-ওলামাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ আনিসুজ্জামান শিকদার, পরিচালক,বিভাগীয় কার্যালয় ইসলামিক ফাউন্ডেশন, খুলনা।
এসময় প্রধান অতিথি দুস্থ ও অসহায় মানুষের মাঝে যাকাতের টাকা বিতরণ করেন এবং শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।