শেখ নাসির উদ্দিন,খুলনা // খুলনায় সড়ক দুর্ঘটনায় ইউসুফ হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর জিরো পয়েন্টস্থ হরিণটানা থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি নগরীর স্যার ইকবাল রোডের বাসিন্দা আহাদ বক্সের ছেলে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, রাত সাড়ে ৯ টার দিকে ইউসুফ হোসেন হরিণটানা থানার সামনের রূপসা বাইপাস সড়ক ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় জিরো পয়েন্ট থেকে রূপসাগামী দ্রুতগতির একাটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তিনি কিছু দূরে গিয়ে পড়ে যান। মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে যায় এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা ব্যবসায়ী ইউসুফ হোসেনকে প্রথমে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে আহত মোটরসাইকেল চালককে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ব্যবসায়ী ইউসুফের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ফ্রিজিয়ান এ্যাম্বুলেন্সে রাখা হয়।
আজ বুধবার যোহরবাদ নগরীর নিরালা তাবলীগ জামাত মসজিদে জানাজা শেষে নিরালা কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে ইউসুফ হোসেন বড় বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার মৃত্যুর খবর পেয়ে বাজারে শোকের ছায়া নেমে এসেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা চেম্বার অব কমার্সসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।