মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত চালক মো. রেজাউল শিকদার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সোমবার (২১ জুলাই) রাত ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।মো. রেজাউল শিকদার উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল কাজীপাড়ার মৃত মালেক শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ জুলাই) সকালে ইজিবাইক চালক রেজাউল শিকদার নিজ বাড়ি উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল কাজীপাড়া থেকে ইজিবাইক চালানোর উদ্দেশ্যে বের হন। পরে ইজিবাইকটি চালিয়ে তিনি লোহাগড়ার দিকে যাওয়ার পথে লোহাগড়া-জয়পুর আঞ্চলিক সড়কের জয়পুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এসময় ইজিবাইকটি খাদে পড়ে এক গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রেজাউল শিকদার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।
লোহাগড়া থানা পুলিশের ওসি মো.শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি আমাদের কেউ অবগত করেননি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।