মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি // নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর মাউলী গ্রামের রতন সরদারের ছেলে বুলু সরদার( ৫৫) এর নিজ বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ বুলু সরদার কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
গতকাল বুধবার ( ৬ জুলাই) ২০২২ রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শাহ নেওয়াজ ও তার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে গাঁজার গাছ সহ আটক করেছে মাদক ব্যবসায়ী বুলু সরদারকে।
পুলিশ জানায়,বুলু সরদার দীর্ঘদিন যাবত মাদক সেবন ও বিভিন্ন এলাকায় মদক বিক্রির করে আসছে, তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলনের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছ সহ বুলু সরদারকে আটক করেছি। বুলু সরদারের নামে মাদক মামলা রুজু হয়েছে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।