 
							
							 
                    খুলনার খবর ||খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয গোয়েন্দা কার্যলয়ের অভিযানে ৪৬ বোতল বিদেশীমদ ও ৪০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে আবু রায়হান, সাগর গাজী ও রাজু বৈরাগী।
খুলনা বিভাগের যশোর জেলার কেশবপুর এবং মনিরামপুর থানাধীন সানতলান ও মনোহরপুর ২৩ জুলাই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হঢ।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ- পরিচালক মো: মিজানুর রহমান জানান, ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে খুলনা বিভাগীয় গোয়েন্দা টিম যশোর জেলার কেশবপুর ও মনিরামপুর থানাধীন যথাক্রমে সানতলা ও মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ি আবু রাহেন(৩২) ঘর তল্লাশী করে ৯ বোতল বিদেশী মদ এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে সাগর গাজী এবং রাজু বৈরাগী(৫) বসতঘর তল্লাশী করে আরো ৪৬ বোতল বিদেশি মদ ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়।
এবিষয়ে পরিদর্শক(গোয়েন্দা) মোঃ রাসেল আলী বাদী হয়ে মনিরামপুর থানায় এবং উপপরিদর্শক(গোয়েন্দা) মোঃ জামাল হোসেন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য সনজিত কুন্ড নামে একজনকে পলাতক আসামি করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।