মোঃ ইমরান,বটিয়াঘাটা প্রতিনিধি // বটিয়াঘাটায় ঈদ চলে গেলেও ঈদের বাড়তি আমেজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ধর্মপ্রাণ মানুষ । গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা অফিস চত্বরে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য পরিলক্ষিত হয়।
অফিসে কোন লোকজনের দেখা নেই বললেই চলে।ঈদ চলে গেলেও ঈদের আমেজ নিয়ে সাধারণ মানুষ ব্যস্ত সময় কাটাচ্ছেন। সেই সুযোগে সাধারণ মানুষের পাশাপাশি অফিস আদালতের কর্মচারী-কর্মকর্তারও ঈদ পরবর্তী আমেজ থেকেও বঞ্চিত হতে নারাজ।অপরদিকে ঈদ পরবর্তী আমেজকে প্রাণবন্ত করতে উপজেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র গুলোতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
তবে আজ বুধবার থেকে অফিস আদালতের কাজ পূর্বের মত স্বাভাবিক গতিতে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃপক্ষ। অন্যদিকে ঈদ পরবর্তী বাড়তি আমেজ উপভোগ করতে গিয়ে অনেকে সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে। অন্যদিকে ঈদ পরবর্তী বাড়তি আমেজ উপভোগ করতে গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় টিকাদার বাড়ির সামনে পথচারী মহিলাকে বাঁচাতে এগিয়ে দ্রুত গতির একটি ইজিবাইক উল্টে গেলে অন্য দিক থেকে একটি মটরসাইকেল এসে পড়লে মটরসাইকেল আরোহী ও ইজিবাইক যাত্রীর প্রায় ৩/৪ জন মারাত্মক আহত হন।এদের মধ্যে একজন যাত্রীর পা ভেঙ্গে যায়।এছাড়া ওই একই সড়কে সকল ৮টায় কালিদাস টিকাদার স্মরণী রাস্তার সংলগ্ন মানবসেবায় সামনে ভ্যান ও আলম সাধু মুখোমুখি সংঘর্ষে শিশু সহ কমপক্ষে ৪/৫ জন মারাত্মক আহত হন।
এদের মধ্যে শিশু সহ দুই জনের পা ভেঙ্গে যায়।স্থানীয় লোকজন ছুটে এসে পৃথক পৃথক ঘটনায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে বলে জানিয়েছে।ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তীর এব্যাপারে জানতে চাইলে নির্বাহী অফিসার ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ মমিনুর রহমান বলেন,ঈদুল আজহার উৎসবে কোন প্রকার নাশকতা ছাড়াই সম্পন্ন হয়েছে এ কারণে সর্ব প্রথমে আল্লাহ পাককে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি । পরবর্তীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক প্রশাসনের যে সকল কর্মকর্তা ও কর্মচারীরা রাতদিন নিরলসভাবে কাজ করেছেন তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি । সর্বশেষ ঈদ আজাহার সকল ধর্মপ্রাণ মুসল্লি ও উপজেলা বাসীদেরও সার্বিক সহযোগিতা প্রদান করায় অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।