মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনি (৪২) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার খিলক্ষেতের দক্ষিণ নামাপাড়া তালের টেক এলাকার একটি বাসা ইয়াসিন সাহেবের বাসায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান থেকে তাকে আটক করা হয়। আটক জনি যশোর সদর উপজেলার যশোর বালিয়া ডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন।জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁইয়া গণমাধ্যমকে জানান, জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন জনি।
এছাড়া জেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভীতি প্রদর্শন, সেনাবাহিনী এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।ওসি আরও জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে যশোর বেনাপোল হয়ে যুবদলের কয়েক নেতাকে ভারতে পাঠানোর গুজব ছড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই জনি।
যশোর জেলা যুবদল সভাপতি,সদর উপজেলা বিএনপি ও একাধিক বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি মনজুরুল হক ভূঁইয়া। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে ঢাকা থেকে আটক করা হয়েছে এবং যশোর আদালতে সোপর্দের প্রক্রিয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন ডিবির এস আই অলক কুমার এবং এ এসআই মো. শামসুজ্জামানসহ অন্য সদস্যরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।