মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরাফাত শেখ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।রোববার (২৭ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে এ ঘটনা ঘটে। আরাফাত শেখ উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের প্রবাসী মোস্তাক শেখের ছেলে। সে মৃগীরোগে আক্রান্ত ছিল।নলদী ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের সদস্য মেম্বার আবু তালেব মোল্যা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার বিকেলের দিকে আরাফাত বাড়ির পাশের পুকুরের পাশ দিয়ে হেঁটে মাঠে বাঁধা গরু আনতে যাচ্ছিল। এ সময় হঠাৎ তার মৃগীরোগ দেখা দিলে পরিবারের সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে আরাফাতকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। এরপর তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।