মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ||
খুলনার পাইকগাছায় রাস্তার জন্ম দেয়া শিশুর মা সেই মানসিক ভারসাম্যহীন পাগলী সামাজিক যোগাযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফিরে গেল তার আপন ঠিকানায়।
শিশু জন্ম দেয়ার ৬দিন পর এবং হারিয়ে যাওয়া দীর্ঘ ১৯ মাস পর তার পিতা আলমগীর হোসেন তাকে নিয়ে গেলেন।বরগুনা জেলার বেতাগী থানার উত্তর চন্দকানী গ্রামে তার বাড়ী।
গত ২৯ জুলাই খুলনার পাইকগাছার পৌরসদরের প্রধান সড়েকের পাশে একটি দোকানের সিড়ির উপর সন্তান প্রসব করেছে এক পাগলী। মা হয়েছে পাগলী বাপ হয়নি কেউ এ শিরোনামে সংবাদ প্রচার হয় বিভিন্ন গণমাধ্যমে। ফেসবুকে দেখে সন্ধান পায় তার পরিবার।সুত্র ধরে সোমবার দুপুরে তার বাবা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাদীন থাকা অবস্থায় তাকে নিয়ে যায়। তার পিতা আলমগীর হোসেন জানান মেয়ে ১২ বছর আগে থেকে মাথায় সমাস্যা। ১৯ মাস আগে সে বাড়ী থেকে নিখোঁজ হয়। তার পাঁচ সন্তানের মধ্যে এটা তার বড় সন্তান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন ,পাইকগাছা হাসপাতাল থেকে তাকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর সুপারিশ করেন। আমাদের তত্বাবধানে তাকে তার পিতার সাথে সেখানে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, পাগলীর পরিবারটি খুবই অসহায়। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নবজাতককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।অনেকেই শিশুটিকে দত্তক নিতে আবেদন করেছেন।আইনে প্রক্রিয়ায় সু-ব্যবস্থা করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।