খুলনার খবর || খুলনায় চরমপন্থী নেতা শেখ শাহাদাত হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত আটটায় নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
শাহাদাত নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। দীর্ঘ দেড় যুগ কারাভোগের পর চলতি বছর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি নগরীর শেখপাড়ায় ভাঙ্গারীর ব্যবসা করতেন।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, একদল দুর্বৃত্ত তাকে ধাওয়া দিলে তিনি সঙ্গীতা সিনেমা হলের নিচে শফিক টায়ার এন্ড ব্যাটারীর দোকানে আশ্রয় নেন।এবং সেখানেই তাকে ৪/৫ রাউন্ড গুলি করে মারাত্বক জখম করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি খুমেক হাসপাতালে চিকিৎধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে মারা যান।তার বুকে ও পেটে গুলি করা হয়।এবং প্রচুর রক্তক্ষরণে তিনি মারা যান।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান,শাহাদাতের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছিল। কিছু মামলায় তিনি খালাস ও কয়েকটিতে জামিনে ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।