খুলনার খবর।।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’ র খানজাহান আলী আবাসিক হলের ডাইনিংয়ের এক ওয়ার্ড বয়ের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) বেলা আনুমানিক আড়াইটার দিকে এসি আবুল বাশারের নেতৃত্বে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, এসআই ইতিয়াকসহ পুলিশের একটি দল কুয়েটের খানজাহান আলী হলের ডাইনিংয়ে অভিযান চালিয়ে ওয়ার্ড বয় মিরাজের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক জানান, কুয়েটের খানজাহান আলী আবাসিক হলের ডাইনিংয়ের ওয়ার্ড বয় মিরাজের কাছ ১২০ প্লাস্টিকের প্যাকেটে থাকা ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৫০ গ্রামের ১৬ প্যাকেট ও বাকী ৭০ প্যাকেট সাড়ে ১১ গ্রাম ওজনের। মিরাজকে গ্রেফতার করে খানজাহাআলী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।