অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি।।সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে প্রতিনিয়ত অন্ধত্ব থেকে মুক্তি পাচ্ছেন সমাজের সুবিধা বঞ্চিত হাজার হাজার মানুষ।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (০৯’আগস্ট) রাতে হাসপাতালে কয়েক হাজার বাঁছাইকৃত রোগীদেরকে বিনামুল্যে ছানি অপারেশন, লেন্স সরবরাহ, ঔষধ ও সেবা দিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময়’সহ দ্রুত সুস্থতার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমার জীবনবোধের চিন্তাভাবনা থেকে এই সেবামূলক কার্যক্রম করছি। কারণ আমি বিশ্বাস করি, এই পৃথিবীতে যখন এসেছি, একদিন আমাকে চলে যেতে হবে। পরকালে আমার প্রত্যেকটা কাজের হিসেব দিতে হবে। তাই হতদরিদ্র সাধারণ মানুষের পাশে দাড়িয়ে একটু সেবামূলক কার্যক্রম করছি।
চোখে কম দেখাসহ অনেকের চোখে সমস্যা রয়েছে কিন্তু তাঁরা বুঝতেও পারেন না চোখে সমস্যা আছে। এমন মানুষদের চোখকে সুস্থ রেখে তাদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নিয়েছি আমরা।
উল্লেখিত, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম গত ২০০৯ সাল থেকে শুরু করে প্রতি বছর বাগেরহাট অঞ্চলের সুবিধা বঞ্ছিত মানুষের জন্য নিজস্ব অর্থায়নে চক্ষু শিবির আয়োজন করে আসছেন। এ পর্যন্ত ৭০ হাজারের ও বেশী চক্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা এবং ১০ হাজার ৮ শতাধিক রোগীর ছানি, নেত্রনালী, মাংসবৃদ্ধি ও ট্যারিজম অপারেশনের মাধ্যমে সুস্থ্য ও অন্ধত্বের হাত থেকে রক্ষা পেয়েছে। সেবা প্রাপ্ত এসব শিশু ছাত্ররা তাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছে, কর্মক্ষম রোগীরা তাদের সংসারে আয়-রোজগার করে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। বৃদ্ধরাও আমৃত্যু চোখের আলোতে স্বাভাবিক চলাফেরা করতে পাছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।