নিউজ ডেস্ক // মীরাক্কেলখ্যাত কমেডিয়ান জামিল হোসেন গুরুতর অসুস্থ। তিনি গতকাল বৃহস্পতিবার হার্টঅ্যাটাক করেছেন। তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে।অভিনয়শিল্পী সংঘের কার্যকরী পরিষদের সদস্য ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর’ জামিলের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন।তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কৌতুক অভিনেতার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
ফেসবুকে জামিলের একটি ছোট্ট ভিডিওবার্তা শেয়ার করে ঊর্মিলা লিখেছেন, ‘ডাক্তার নিশ্চিত করেছেন, জামিল ভাইয়ের হার্টঅ্যাটাক হয়েছে। তবে তিনি আগের থেকে কিছুটা ভালো আছেন। বাকি চিকিৎসা চালু আছে। সবাই তার জন্য দোয়া করবেন।ওই ভিডিওতে জামিল নিজেও দোয়া চেয়েছেন। বললেন,ভালো আছি। সবাই দোয়া করবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।