অদিতি সাহা, খুলনার খবর ||মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে খুলনার গোলকমনি শিশু পার্কে শনিবার(১৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় মহাসমারোহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হবে।
উৎসবের উদ্বোধন করবেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক। এছাড়া আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাদ্যযন্ত্র, শঙ্খধ্বনি, উলুধ্বনি, শ্রীকৃষ্ণের প্রতিকৃতি ও রঙিন ফেস্টুন-ব্যানার নিয়ে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর সংকীর্তন অনুষ্ঠিত হবে, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলকমনি শিশু পার্কে এসে শেষ হবে। এরপর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
রাত ৮টায় স্যার ইকবাল রোডস্থ আদি কালীবাড়ীপাড়া সার্বজনীন পূজা মন্দিরে দেশ, জাতি ও বিশ্ববাসীর মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা এবং রাত ৯টা ১ মিনিটে শ্রীশ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে।
জন্মাষ্টমী সফলভাবে উদযাপনে ৬টি উপকমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছে শোভাযাত্রা, সাজসজ্জা, মঞ্চ, প্রসাদ প্রস্তুতি, প্রচার-গণসংযোগ ও প্রতিযোগিতা বিচারক কমিটি। প্রস্তুতি সভায় জানানো হয়, এবছর বিগত বছরের তুলনায় আরও ব্যাপক ভক্ত সমাগম ও সাজসজ্জার আয়োজন করা হয়েছে।
সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তদের যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।