 
							
							 
                    এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।। খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে পুলিশ সদস্যের বাবার কাছে চাঁদা দাবি কে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পদ্মবিলা এলাকার বাসিন্দা শাহনারা বেগম (৪৫) নামের এক নারী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করেন উক্ত এলাকার বাসিন্দা ইউপি প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সি, তৈয়েবুর মুন্সী, সুমন মুন্সী, কাজল মুন্সী সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে বুলু শিকদার ( ৬৫) এর কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে কিন্তু এর আগে উক্ত দুর্বৃত্তরা বুলু শিকদার এর কাজ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছে।
এবং উক্ত এজাহার এর প্রেক্ষিতে আসামি ধরতে যায় গাজিরহাট পুলিশ ক্যাম্প এর পুলিশ সদস্যরা। ক্যাম্পের আইসি এসআই আব্দুল্লাহ আল মামুন জানান চাঁদাবাজির ঘটনায় এজাহারের প্রেক্ষিতে ১২ জন পুলিশ সদস্য ২ টি ভাগে ভাগ হয়ে আসামি দের আটক করতে গেলে আসামি তৈয়ব মুন্সী মব সৃষ্টি করে ৪ জন পুলিশ সদস্য কে মারধর করে আহত করে পালিয়ে যায়।
পুলিশের উপর হামলার ঘটনায় দিঘলিয়া থানা পুলিশের পক্ষে একটি মামলা দায়ের হয়েছে।
এঘটনায় জড়িত ৩ জন কে গত ১৬ ই আগষ্ট রাতে আটক করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।