 
							
							 
                    খুলনার খবর || সাবেক সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য আলি আসগার লবি ডুমুরিয়া কলেজসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (১৮ আগস্ট) দিনব্যাপী তিনি ডুমুরিয়া কলেজ, শহীদ স্মৃতি মহিলা কলেজ, ডুমুরিয়া মাজেদিয়া আলিয়া মাদ্রাসা ও ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শনে যেয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।

ডুমুরিয়া কলেজে মতবিনিময়কালে শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়কারণের জন্য দাবী করেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ। তাদের দাবীর প্রেক্ষিতে আলি আসগার লবি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে আমি খুলনা-৫ আসনে বিজয়ী হই বা না হই ডুমুরিয়া কলেজটি জাতীয়কারণে (সরকারি) জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
এসময়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফেরদৌস খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, শিক্ষক বিষ্ণুপ্রসাদ মল্লিক, মোফাজ্জেল হোসেন, মো. কামরুজ্জামান, মাহাবুর রহমান, গাজী শহিদুজ্জামান, আসাদুজ্জামান গোলদার, মাসুমা ইয়াসমিন স্নিগ্ধা, বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, শেখ ফরহাদ হোসেন, অরুন গোলদার, শেখ শাহিনুর রহমান, খান জিয়াউর রহমান জীবন, কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান খান ও সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুনসহ কলেজের অভিভাবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।