নিজস্ব প্রতিনিধি || ‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ প্রকল্প।
নাগরিক উদ্যোগ দীর্ঘদিন ধরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করছে। বাংলাদেশে জাত-পাত ও পেশাগত পরিচয়ের কারণে প্রায় ৭৫ লক্ষ দলিত জনগোষ্ঠী প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয় যার প্রায় অর্ধাংশই নারী। নারীর মানবাধিকার সুরক্ষা সকল ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পেলেও সে উন্নয়নের ছোয়া তেমনভঅবে পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠী বিশেষ করে দলিত নারীদের জীবনে পৌছায়নি। বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনায়, দলিত নারীদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলে তা ভবিষ্যতে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নে কার্যকরী অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।
টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি) এর অঙ্গীকার ‘কাউকে পিছনে রাখা যাবে না’-এ অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে দলিত জনগোষ্ঠী তথা দলিত নারীদের পিছনে রেখে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। এসডিজি অভীষ্ঠে পৌঁছাতে হলে যেমন প্রয়োজন দলিত নারীদের অধিকারবোধ তেমনী জরুরী তাদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ। নাগরিক উদ্যোগের চলমান ‘মানবাধিকার রক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ প্রকল্প যশোর সদর ও বাঘারপাড়া উপজেলায় কাজ করছে। প্রকল্পের একটি অন্যতম কার্যক্রম হলো দলিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি।
সেই ধারবহিকতায় সোমবার (১৮ আগষ্ট) যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে (সোনাডাঙ্গা, খুলনা) নাগরিক উদ্যোগ এর আয়োজনে ‘ক্ষুদ্র ব্যবসার উদ্যোগ গ্রহণের জন্য দলিত নারীদের সহায়তা প্রদান’ করা হয়। কর্মসূচির আওতায় ৩০ জন দলিত নারীকে অফেরৎযোগ্য মূলধন প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের প্রকল্প সমস্বয়ক সুলতান মুহাম্মদ সালাউদ্দিন সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেছেন প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো: বকুল হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক মো: মোস্তাক উদ্দিন তার মাধ্যমে বাটিয়াঘাটা উপজেলা ১০ জন নারী, খুলনা সিটি কর্পোরেশন এর ১০ জন নারী, সাতক্ষীরা পৌরসভা ১০ জন নারী সহ মোট ৩০ জন দলিত নারীকে চেক প্রদান করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।