1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
খুলনা নাগরিক সমাজের উদ্যোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান - Khulnar Khobor
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
পাইকগাছায় বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্ম দুর্গন্ধে  পাঠদান চরম ব্যাহত  যশোর সদর আ লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম আটক তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আটক কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপসায় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫ নার্সিং প্রশাসনকে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ আটক – ১ যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার বানানোর সময় দুইজন আটক মহানগর যুবদলের উদ্যোগে খুদেরখাল পরিচ্ছন্ন অভিযান খুলনার জেলা নতুন কারাগার লুটপাটের এক মেঘা প্রকল্প কেশবপুরে বিএনপি’র মহিলা দলনেত্রীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সরকার গঠন হতে যাচ্ছে -বিএনপি নেতা কাজী শিপন  জাতীয়তাবাদী চেতনার শহীদ জিয়ার আর্দশের অকুতোভয় সৈনিক ছাত্রনেতা এম এম জাফর হাসান মোরেলগঞ্জে শ্রমিকদল নেতার পিতার মৃত্যুর খবরে ঢাকা থেকে ছুটে এলেন বিএনপি নেতা মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক যশোরে জমি নিয়ে বিরোধ ভাতিজার দায়ের কোপে গুরুতর আহত চাচা নড়াইলে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা খুন

খুলনা নাগরিক সমাজের উদ্যোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহের দাবীতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের নিকট প্রদান করা হয় ।

স্বারকলিপি প্রদান করেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আ ফ ম মহসীন, সদস্য সচিব পরিবেশ যোদ্ধা , নাগরিক নেতা অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা নিজামউর রহমান লালু, উন্নয়ন সংগঠক মিজানুর রহমান বাবু, পরিবেশবাদী সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন, উন্নয়ন সংগঠক সরদার আবু তাহের, মানবাধিকার কর্মী মোঃ জামাল মোড়ল, দৈনিক চৌকস ‘র খুলনা বিভাগীয় সম্পাদক সাংবাদিক শাহীন হাওলাদার, সাপ্তাহিক আজকের জনকথা’র সাহিত্য সম্পাদক কবি মোঃ রহমত আলী,খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সাংবাদিক এস এম রোহান প্রমুখ।

স্বারকলিপিতে বলা হয় খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের লক্ষ্যে পেট্রোবাংলার অধীন সুন্দরবন গ্যাস কোম্পানি ভেড়ামারা হতে খুলনায় পাইপ লাইন বসানোর কাজ শুরু করে ২০১২ সালে। এ প্রকল্পের আওতায় ভেড়ামারা হতে খুলনা মহানগরীর আড়ংঘাটা পর্যন্ত ১৬৫ কিলোমিটার পাইপ বসানোর পর কর্তৃকপক্ষ একটি খোড়া যুক্তিতে উক্ত প্রকল্প পতিত ঘোষণা করে পরবর্তীতে পাইপসহ অন্যান্য নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়ে যান। এ ব্যাপারে পেট্রোবাংলার উদাসীনতাই মূলত দায়ী। এ প্রকল্পে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ অপচয় হলেও মজার ব্যাপার কর্তৃপক্ষকে কোনো প্রকার জবাবদিহিতার আওতায় আসতে হয়নি। পরবর্তীতে ভোলা-বরিশাল-খুলনা রুটে গ্যাস সরবরাহের সিদ্ধান্তে এ অঞ্চলের মানুষ পুনরায় আশায় বুক বাঁধেন। কিন্তু এ প্রকল্পের আওতায় ভোলা-বরিশাল সম্ভাব্যতা যাচাইসহ বেশকিছু কাজ এগোনোর পর অকস্মাৎ গত ৫ মার্চ’২৫ পেট্রোবাংলার চেয়ারম্যানের এক স্বাক্ষরে এ প্রকল্প স্থগিত করে ভোলা-বরিশাল-ঢাকা রুটে পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তের সংবাদ এ অঞ্চলের মানুষকে মারাত্মকভাবে আহত করে। সম্ভাবনাময়ী এ অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে শিল্পোৎপাদনের উজ্জ্বল সম্ভাবনার সম্ভাব্য উন্মোচিত দ্বার বন্ধ হয়ে যায়।খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো লোকসানের অজুহাতে রাতের অন্ধকারে তৎকালীন সরকার তাদের পেটোয়াবাহিনী দ্বারা একটি ত্রাসের রাজত্ব কায়েম করে বন্ধ করে দেয়। এর পূর্বাপর আরো অনেক ঐতিহ্যবাহী ভারী শিল্প বন্ধ করে শিল্পনগরী খুলনাকে বিরাণভূমিতে পরিণত করা হয়েছে। খুলনায় ন্যূনতম ইন্ডাস্ট্রিয়াল কানেকশনের মাধ্যমে গ্যাস সরবরাহ করতে পারলে বন্ধ কারখানাগুলোর যান্ত্রিক ট্রান্সফরমেশনের মাধ্যমে, গ্যাসের ব্যবহার উপযোগী করে পতিত থাকা বিপুল পরিমাণ ভূমি এবং অবকাঠামো, সাথে সাথে বিশাল অংকের বেতন-ভাতা প্রাপ্ত জনবল কাজে লাগিয়ে এগুলোকে লাভজনক খাতে পরিণত করা সম্ভব। এখানে রয়েছে দেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর। পদ্মাসেতু নির্মাণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থারও অগ্রগতি হয়েছে উল্লেখযোগ্য। খুলনায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পারলে উৎপাদন খরচ অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকায় দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার যে সুযোগ তৈরি হবে, তাতে করে গড়ে উঠবে নতুন নতুন শিল্প-কারখানা, বাড়বে ব্যক্তি উদ্যোক্তাও। গ্যাস না থাকার কারণে এ অঞ্চলে বিনিয়োগে উৎসাহ নেই শিল্প উদ্যোক্তাদের। আপনি নিশ্চই একমত হবেন যে, একটি দেশের টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে দেশের অভ্যন্তরের সকল সম্ভাবনা কাজে লাগাতে হবে সুপরিকল্পিতভাবে। উন্নয়ন হতে হবে সুষম। ছোট আয়তন এবং সীমিত সম্পদ বিবেচনায় বাংলাদেশের ক্ষেত্রে এটি আরো বেশি প্রাসঙ্গিক। খুলনায় শিল্প-কারাখানা গড়ে উঠলে বা বন্ধ শিল্প-কারখানা চালু হলে শুধুমাত্র খুলনার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাই হবে না, কমবেশি এ সুবিধা ভোগ করবেন সমগ্র দেশের মানুষ। খুলনায় উৎপাদনের চাকা সচল হলে তার ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও। সুতরাং খুলনায় গ্যাস সরবরাহ এ অঞ্চলের মানুষের প্রতি কোনো দয়া বা করুণার বিষয় নয়। এটি জাতীয় উন্নয়নের প্রশ্ন। সম্ভাবনাময়ী একটি বিস্তীর্ণ অঞ্চলকে অবহেলিত-বঞ্চিত রেখে, উন্নয়নের মূল ধারা থেকে পাশ কাটিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে সীমিত ভূমি ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতেই হবে। শুধুমাত্র রাজধানী বা ঢাকা কেন্দ্রিক সকল উন্নয়ন পরিকল্পনা মারাত্মক বৈষম্যমূলক তাই-ই না, এটি উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে অপরিপক্কতা এবং অদূরদর্শিতার পরিচায়ক বলেই আমরা মনে করি। যদিও আবহমানকাল ধরে এ দূষণীয় চর্চাটি চলে আসছে। কিন্তু বর্তমান ক্ষমতাসীন জনগনের প্রত্যাশার সরকারের নিকট থেকে আমরা কোনোভাবেই এমনটা আশা করিনা।

অতএব জনাব বিষয়টি সহানুভূতি ও গুরুত্বের সাথে বিবেচনা করে এ ব্যাপারে পেট্রোবাংলার সিদ্ধান্ত পরিবর্তনপূর্বক পূর্বের গৃহীত ভোলার গ্যাসকূল্প থেকে ভোলা-বরিশাল-খুলনা রুটে খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রকল্প বাস্তবায়নে আপনার সদয় হস্তক্ষেপ একান্তভাবে প্রত্যাশিত। উপরে উল্লেখিত দাবী পূরণ করে দুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্যাসের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন এবং টেকসই জাতীয় উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।