মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর–৩ আসনের সীমানা পরিবর্তনের অপচেষ্টা র প্রতিবাদে গণমিছিল বের করে জেলা নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ জানিয়েছে যশোরের সর্বস্তরের মানুষ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে জেলা নির্বাচন অফিস ঘেরাওয়ের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।আন্দোলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপি নেতা মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক
কামরুজ্জামান বাপ্পীসহ দলীয় ও সাধারণ মানুষ অংশ নেনঘেরাও কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, যশোর সদর–৩ আসনের সীমানা পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা জনগণেরমতামতবহির্ভূত। অবিলম্বে চক্রান্ত বাতিল না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।