নিজস্ব প্রতিনিধি || নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় অনুষ্ঠিত হলো আইন বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট। ২১ আগস্ট, বৃহস্পতিবার সকালে ময়ূরী আবাসিকে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এ খেলা চলে বিকাল ৫টা পর্যন্ত। অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আইন বিভাগের প্রথম বর্ষের ‘কিক স্টার্ট’ দলের শিক্ষার্থীরা। তাদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিভার্সিটির আইন বিভাগের ডিন (ভারপ্রাপ্ত) ও বিভাগীয় প্রধান,সহকারী অধ্যাপক হাসিবুল হোসাইন সুমন।
অপরদিকে খেলায় রানার্স আপ নির্বাচিত হয় আইন বিভাগের চতুর্থ বর্ষের ‘লেক্স লিওনেস’ দলের শিক্ষার্থীরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী ছাড়াও আইন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।