খুলনার খবর।।খুলনায় সেনাবাহিনীর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আগাখান স্কুলের পেছন থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে আটককৃতদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) খালিদ জানান, রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর একটি অভিযানিক দল নগরীর শেখপাড়া এলাকার আগাখান স্কুলের পেছনে অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান চালায়।
অভিযানে ৫ জনকে আটক করে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে অভিযান শেষে সেনাবাহিনী আটক ব্যক্তিদের সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃতরা হলেন :
মাদক মামলা এবং ওয়ারেন ভুক্ত আসামি গ্রেপ্তার
অদ্য ২২ আগস্ট রাত ২১০০ হতে ২৩০০ ঘটিকা পর্যন্ত খুলনা বিভাগীয় স্টেডিয়াম আর্মি ক্যাম্প হতে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা সোনাডাঙ্গা থানার শেখপাড়া বিকে রায় রোড় এলাকায় থেকে জুয়েল এন্টারপ্রাইজ একটি গ্যাসের সিলিন্ডার দোকানে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী এবং ওয়ারেনভুক্ত আসামি মোট পাঁচ (৫) জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয় : সৈয়দ সিবগাতুল্লাহ দীপ্র , পিতাঃ আব্দুল মতিন, গ্রামঃশেখপাড়া, পোস্টঃ বানিয়া খামার, থানাঃ সোনাডাঙ্গা,জেলাঃ খুলনা।
রনি , পিতাঃ হালিম, গ্রামঃ ফেরিঘাট, পোস্টঃ শেখপাড়া, থানাঃ সোনাডাঙ্গা, জেলাঃ খুলনা
নামঃরায়হান, পিতাঃজাহিদ , গ্রামঃ ইকবাল নগর
পোস্টঃ বানাই খামার, থানাঃ খুলনা সদর, জেলাঃ খুলনা।
হোসেন রাজু, পিতা আব্দুস সাত্তার হাওলাদার
গ্রামঃ ১৮ বি কে রোড খুলনা, থানাঃ খুলনা সদর
রাসেল খান, পিতাঃশাহরুখ খান, গ্রামঃ কালী আন্দার, পোস্টঃ কাউখালী, থানাঃ ঝালকাঠি
জেলাঃঝালকাঠি।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য খুলনা সদর ক্যাম্পে নিয়ে আসা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে খুলনা সদর থানায় পুলিশের কাছে আইরনগত ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়।
রাতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।