নিজস্ব প্রতিনিধি || খুলনার ডুমুরিয়ায় আলোচিত যুবদল নেতা এস এম শামীম হত্যার মূল আসামি তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও শ্যালক ইমন হোসেন বাদল (১৮)কে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার আঠারোমাইল এলাকায় শামীমের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
শামীমের স্ত্রী ফাতেমা জানিয়েছেন—শামীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বেকার ছিলেন। আগে তাঁর যে গ্যারেজটা ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। এসব বিষয় নিয়ে শামীম তাঁর স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তিনি স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। এই কাজের জন্য তিনি তাঁর ফুফাতো ভাইকে বাড়িতে ডেকে আনেন। ঘটনার রাতে বাড়ির তিনতলায় বসে ইয়াবা সেবন করছিলেন শামীম। সে সময় তাঁর স্ত্রী পাশে বসে ছিলেন। ওই সময় তিনি তাঁর ভাইকে ফোন দিয়ে তিনতলায় ডাকেন। শামীমের শ্যালক তিন তলায় এলে স্ত্রী ওয়াশরুমে যাওয়ার অজুহাতে রুমের বাইরে দাঁড়ান। এ সময় ভাইকে ইশারা করলে বড় একটা ছুরি দিয়ে সে শামীমকে কোপ মারে।বৃষ্টির স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পাশের ডোবা থেকে হত্যায় ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শামীমকে হত্যার জন্য যে ছুরিটি ব্যবহার করা হয়েছে, সেটি কয়েক দিন আগে শামীম স্ত্রীর কাছে রেখেছিলেন।
অভিযানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পুলিশের এএসপি সার্কেল আবির শুভ্রসহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে শামীম নিজ বাসার তিনতলায় নৃশংসভাবে খুন হন। এ ঘটনায় প্রাথমিক তদন্তে দুই যুবককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হলেও রোববার (২৪ আগস্ট) ভিকটিমের মা অবসরপ্রাপ্ত শিক্ষক রশিদা বেগম অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ও র্যাব যৌথ তদন্তে নামে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।