মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স (সম্মান) ২০২২–২৩ শিক্ষাবর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে অভিযোগ তুলে যশোরে মানববন্ধন করেছে যশোর ছাত্রদল। বুধবার ২৭ আগস্ট সরকারি মাইকেল মধুসূদন কলেজ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার সুযোগ সহজলভ্য করার বদলে ক্রমেই খরচ বাড়ানো হচ্ছে, যা শিক্ষার পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা বলেন, উচ্চশিক্ষা তরুণ প্রজন্মের ভবিষ্যতের সাথে জড়িত। তাই অযৌক্তিকভাবে ফরম ফি বৃদ্ধি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়াবে। বিষয়টি জরুরি ভিত্তিতে পর্যালোচনা করে ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সহ-সভাপতি বেনজির বিশ্বাস, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম টিপু, সরকারি এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক টিটন তরফদার, জাহিদুল ইসলাম বিল্টু, আকিব আনোয়ার, গোলাম সারোয়ারসহ সংগঠনের নেতাকর্মীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।