নিজস্ব প্রতিবেদক।। ঢাকায় আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ঘেরাও করার উদ্দেশ্যে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে অগ্রসর হলে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার দিকে এগিয়ে যায়। মিছিল যমুনার কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ চালায় এবং পরপর কয়েকটি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। হঠাৎ এ হামলায় কয়েকজন শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়েন।
আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তারা শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিতে যাচ্ছিলেন। কিন্তু পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালায়। অপরদিকে পুলিশের দাবি, শিক্ষার্থীরা অনুমতি ছাড়া সরকারি বাসভবন ঘেরাও করার চেষ্টা করে, যা আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যান চলাচলও আংশিকভাবে বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, বুয়েট শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজকের কর্মসূচিতে তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে যমুনা অভিমুখে রওনা দেন। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।