এস,এম শামীম,দিঘলিয়া // দিঘলিয়ায় জামাই কতৃক শশুরকে মারধর ও টাকা ছিনতাই এর অভিযোগ উঠেছে।দিঘলিয়া থানায় লিখিত অভিযোগের সুত্রে জানা যায়, গত ৬ ই জুলাই দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন এর মাধবপুর এলাকার বাসিন্দা মোঃ জালাল শেখ (৬০) ও তার ছোট্ট ছেলে ইয়ালিদ শেখ (৩০) দিঘলিয়া উপজেলার গাজীরহাট মোল্লাডাঙ্গা গরু ছাগলের হাটে গরু ক্রয় করার জন্য যায় এবং উক্ত হাটে আগে থেকে পরিকল্পিত ভাবে জালাল শেখ এর মেয়ে জামাই পারহাজী গ্রাম এর বাসিন্দা জাফর শরিফ এর পুত্র সোহেলসহ ৩/৪ জন মিলে প্রথমে জালাল শেখকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। একপর্যায়ে জালাল শেখ এর গায়ের জামা ছিড়ে ফেলে এঘটনা দেখে জালাল শেখ এর সাথে থাকা তার ছোট্ট ছেলে ইয়ালিদ শেখ বাধা দিলে তাকেও অকথ্য ভাষায় সোহেল ও তার সাথে থাকা বখাটে যুবকগন গালিগালাজ করে এবং ইয়ালিদ শেখকে মারধর করে।
এসময় ঈদের আগের শেষ হাট হওয়াতে হাট কমিটি ও উক্ত এলাকার লোক জন মারামারির ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং সোহেলের দুলাভাই মুশা কাজির পুত্র শরিফুল কাজি (৩৫) সোহেলকে নিয়ে হাট ত্যাগ করে এবং জালাল শেখকে বলেন ঈদের পরে আমরা এবিষয়েটি নিয়ে মিমাংসা করবো।একপর্যায়ে জালাল শেখ এর কাছে গরু ক্রয় করার জন্য তার কাছে থাকা ১ লাখ ২৫ হাজার টাকা লাপাত্তা হয়ে গেলে জালাল শেখ ও তার পুত্র ইয়ালিদ শেখ হাটে থাকা গন্যমান্য কিছু লোকজনকে জানালে তারা জানান, ঈদের পরে আমরা এবিষয়ে দেখবো।
ভুক্ত ভোগী জালাল শেখ জানান,তার মেয়ে জামাতা সোহেল শরিফ এর সাথে দীর্ঘদিন যাবৎ মেয়েকে নিয়ে সম্যসা সৃষ্টি হয়ে আসছিল এবং তারই জের ধরে সোহেল শরিফ এই ঘটনা ঘটিয়েছে।তবে বেশ কিছু দিন পার হয়ে গেলেও এঘটনার কোন সুরাহা না হওয়ায় গত ১৫ ই জুলাই ইয়ালিদ শেখ বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পুলিশের তদন্তকারী কর্মকর্তা মারধর এর ঘটনা শিকার করেন কিন্তু টাকা লাপাত্তার বিষয়টি নিশ্চিত করে বলতে পারেন নি।
এদিকে ঐ দিন হাটে অবস্থান করা কিছু লোকজনের কাছে এবিষয়ে জানতে চাইলে তারা প্রতিবেদককে জানান ঘটনা সত্য এবং টাকা লাপাত্তা হয়েছে সেটা ও বলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।