খুলনার খবর।।খুলনা (২৮ আগস্ট) সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি (খুলনা শাখার) ভল্ট থেকে নগদ টাকা সাড়ে দশ লক্ষ টাকা ও তিন হাজার ইউএস ডলার আত্মসাৎ এর ঘটনায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ব্যাংকের ক্যাশ ইনচার্জ মুহাম্মদ জুন্নুরাইন সিদ্দীকি ওরফে তানভীর ও সাপোর্ট স্টাফ এস এম মুহাইমিনুল ইসলাম ওরফে মিঠুকে আসামী করা হয়েছে।
দুদকে উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক খুলনা আঞ্চলিক শাখার আকস্মিক পরিদর্শনে বৈদেশিক বানিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেন এসবিএসি ব্যাংক পিএলসি, খুলনা শাখার ভল্টে রক্ষিত টাকা ও ইউএস ডলারে অমিল পাওয়া যায়। বিষয়টি তদন্তে নেমে দুদক বিভিন্ন সময় ভল্টে রক্ষিত টাকা ও ডলার সরিয়ে আত্মসাতের সত্যতা পায়। এ ঘটনায় এসবিএসি ব্যাংক ক্যাশ শাখার দুই কর্মকর্তাকে আসামী করে গতকাল মামলা দায়ের করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।