মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতি মামলার পলাতক আসামি ও বহিষ্কৃত হিসাব সহকারী আব্দুস সালামকে আটক করেছে যশোর উপশহর পুলিশ ফাঁড়ির পুলিশ। এসআই রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।
যশোর কোতোয়ালী থানার ওসি আবুল হাসনাত জানান, আব্দুস সালামকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, ২০২১ সালের অডিটে যশোর শিক্ষা বোর্ডের আয়-ব্যয়ের হিসাবে ২ কোটি ৫০ লাখ টাকার গরমিল ধরা পড়ে। অভিযোগ ওঠে, সরকারি ভ্যাট পরিশোধের জন্য ইস্যু করা ৯টি চেক জাল করে বিপুল অর্থ তুলে নেওয়া হয়। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করে। মামলায় তৎকালীন চেয়ারম্যানসহ পাঁচজনকে আসামি করা হয়।দুদকের তদন্তে প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে, যেখানে আব্দুস সালামের নামকে প্রধান অভিযুক্ত করা হয়। পরবর্তীতে ২০২২ সালে তাকে চাকরিচ্যুত করে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
এছাড়া দুদক তদন্তে তার ও পরিবারের নামে প্রায় পৌনে এক কোটি টাকার অবৈধ সম্পদ শনাক্ত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।