সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ( দুদক ) মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন বলেছেন , শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকেই সততার সাথে সুশিক্ষা গ্রহণ এবং উন্নত জীবন গড়তে হবে।
তিনি বলেন , শিক্ষার্থীদের আদর্শিক হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করতে হবে।
তাহলেই দুর্নীতির ভয়াল থাবা থেকে দেশ বাঁচবে, দেশের জনগণ বাচবে। তিনি বলেন , দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্চার হয়ে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে হবে। তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সততা , নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও স্বোচ্চার হয়ে আদর্শ জীবন গঠনের নির্দেশনা প্রদান করেন।
দুদক মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন গত ২৮ আগস্ট দুপুর ১২ টার দিকে তেরখাদা উপজেলার ইন্দুহাটী এন সি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সততা স্টোর উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, দুর্নীতি দমন কমিশন, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ ও দুর্নীতি দমন কমিশন , সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন , সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অঃ দাঃ ) মোঃ জাহিদুর রহমান , ইন্দুহাটী এন সি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট এ বি এম আলমগীর সিকদার , বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদী কুমার মজুমদার।
এর আগে প্রধান অতিথি দুদক মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুদক কর্তৃক প্রতিষ্ঠিত সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।