মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুই অনলাইন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। যশোর কোতয়ালী থানাধীন খাজুরা মেইনরোড বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের সন্মানিত পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) শিবু মন্ডল, এএসআই (নিঃ) মোঃ আজাহারুল ইসলাম, এএসআই (নিঃ) গৌরঙ্গ কুমার মন্ডলসহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা রাজিব হোসেন (২৬) ও হোসেন আলী (২৬) নামের দুই যুবককে আটক করে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সরকার কর্তৃক অবৈধ ঘোষিত বিভিন্ন বেটিং এজেন্ট ও জুয়ার সাইট— যেমন mobcash, 1xbet প্রভৃতির মাধ্যমে অবৈধভাবে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশনের মাধ্যমে অনলাইন জুয়ার ব্যবসা করে আসছিল।
তাদের হেফাজত থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১৭টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।পরে এএসআই (নিঃ) মোঃ আজাহারুল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীদের একই দিনে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।