অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি।।বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত হোমিওপ্যাথিক ডাক্তারদের নামের পূর্বে “ডা.” পদবি ব্যবহারে নিষেধাজ্ঞার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২’সেপ্টেম্বর) সকালে বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে, কলেজ প্রাঙ্গণে শিক্ষক, চিকিৎসক, ডিএইচএমএস ডিগ্রিধারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক জারীকৃত ১৩ নভেম্বর ২০২৩ তারিখের নির্দেশনায় বলা হয়েছে, আইনের (১৩) ধারা অনুযায়ী “হোমিওপ্যাথিক চিকিৎসক” বা “Homoeopathic Doctor” পদবী ব্যবহার করতে পারবে। কিন্তু সম্প্রতি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনারয় অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক জারীকৃত নির্দেশনায় বলা হয় হোমিওপ্যাথিক চিকিৎষকরা ডাঃ ব্যবহার করতে পারবে না। অনতিবিলম্বে এই আদেশ বাতিল করা ও এই আদেশ দেওয়ার তীব্র প্রতিবাদ জানান।
এ মানববন্ধনে বক্তারা আশংকা প্রকাশ করে বলেন, এতে করে দেশের হাজার হাজার হোমিও চিকিৎসক পেশাগতভাবে হেয় হচ্ছেন এবং সাধারণ জনগণ বিভ্রান্ত হচ্ছেণ।ডিএইচ.এমএস ডক্টরস এসোসিয়েশেনের সভাপতি ও কলেজের অধ্যক্ষ ডাঃ এইচ এম একরাম আলী হাওলাদারের এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডাঃ খন্দকার আব্দুস সালাম, ঢাঃ এম. আক্তারুজ্জামান, ডাঃ আব্দুল লতিফ, ডাঃ ফরিদ উদ্দিন, ডাঃ পার্থ প্রতীম পাল, ডাঃ আশোক কুমার দেবনাথসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, হোমিও চিকিৎসকরা দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য খাতে অবদান রেখে চলেছেন। তাদের “ডা.” পদবির স্বীকৃতি বাতিল হলে তা চিকিৎসা সেবায় নেতিবাচক প্রভাব ফেলবে। বক্তারা দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।