খুলনার খবর || মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত মহিমান্বিত ও পবিত্র একটি দিন। এই দিনে জন্ম নিয়েছিলেন মানবজাতির শ্রেষ্ঠতম নেতা, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার একই দিনে তিনি ইন্তেকালও করেন। তাই গোটা মুসলিম উম্মাহ এই দিনটিকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকে ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে।
প্রায় দেড় হাজার বছর আগে, অন্ধকারাচ্ছন্ন আরব ভূমি যখন নৈতিক অবক্ষয়, অরাজকতা ও জাহেলিয়াতের গভীরে নিমজ্জিত ছিল, তখনই মক্কার কুরাইশ বংশে মা আমিনার কোলে জন্ম নেন সেই মহান আলো—হজরত মুহাম্মদ (সা.)। তাঁর আগমনে ভেঙে যায় অন্ধকারের শৃঙ্খল, শুরু হয় মানবতার নতুন ইতিহাস।
মাত্র চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তিনি লাভ করেন আল্লাহর পক্ষ থেকে নবুওয়তের মহান দায়িত্ব। এরপর থেকেই তিনি বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন তাওহীদের বার্তা, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের শিক্ষা। তাঁর পুরো জীবনই হয়ে ওঠে আমাদের জন্য অনুকরণীয় আদর্শ।
এই মহিমান্বিত দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁদের বাণীতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে নানা কর্মসূচি—আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।