মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় অন্তাবুনিয়া শিমলারআইট হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, দেশে প্রোপ্রোশনাল রিপ্রেজেন্টেশন (PR) ভিত্তিক নির্বাচনী পদ্ধতি চালু হলে একটি ভারসাম্যপূর্ণ সংসদ গঠন সম্ভব হবে। এতে কোনো দল বা গোষ্ঠী একচ্ছত্র ক্ষমতায় থাকার সুযোগ পাবে না।তিনি আরও বলেন, “উন্নত বিশ্বের ৯২টি দেশে PR পদ্ধতি চালু রয়েছে। তাহলে আমাদের দেশে এ নিয়ে অনাগ্রহ কেন? সময় এসেছে জনগণের মতামত ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এই পদ্ধতির নির্বাচন নিশ্চিত করার।
কর্মশালায় তিনি জানান, জামায়াতে ইসলামী এখনই নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। তবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তুলতে হবে, যাতে ভোটাররা ভয়হীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
মাওলানা আবুল কালাম আজাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “প্রতিটি ভোটারের কাছে গিয়ে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা তুলে ধরুন। যদি সৎ ও দক্ষ প্রার্থী নির্বাচিত হয়, তবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবে রূপ পাবে।”তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, “কয়রা-পাইকগাছা (খুলনা-৬) আসনে দলের সর্বাত্মক প্রচেষ্টায় ইনশাআল্লাহ জামায়াত বিজয়ী হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেটমোস্তাফিজুর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ,জেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ,কয়রা উপজেলা জামায়াত আমীর মাওলানা মিজানুর রহমান,নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ সহ স্থানীয় নেতাও কর্মীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।