 
							
							 
                    খুলনার খবর || ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়ন বিএনপির বিশাল জনসভা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর বিএনপির সাবেক আহবায়ক, সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আসগর লবি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট সরকার সবকিছু ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। বর্তমান সরকারের কাছে আমরা বরাবরই সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়ে এসেছি। কারণ, নির্বাচিত সরকারের সঙ্গে জনগণ থাকে। অনির্বাচিত সরকারের সঙ্গে জনগণ থাকে না। আগামী নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে আমাকে জয়ী করলে সুবিধাবঞ্চিত এই অঞ্চল কে মহানগরীর আদলে ঢেলে সাজাবো।
বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, ডুমুরিয়া উপজেলা বিএনপি সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, খুলনা জেলার সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু।
রুদাঘরা ইউনিয়ন বিএনপির সভাপতি হালদার আমিরুল ইসলাম সভাপতিত্বে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক, ফরহাদ হোসেন, শেখ শাহীনুর রহমান শাহীন, গাজী আব্দুর রউফ, মাস্টার সেলিম হাওলাদার, মনিবুর রহমান নয়ন, আলমগীর হোসেন শাহীন, ডা. আলতাফ মাহমুদ মোড়ল, আব্দুর রব আকুঞ্জী, বদিয়ার রহমান, আব্দুস সালাম শেখ, শহিদুল ইসলাম মোড়ল, জিএম রফিকুল ইসলাম, গাজী আব্দুল গফুর প্রমুখ।
এর আগে খুলনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আমির আলী জোয়ার্দারের কবর জিয়ারত করেন। সকাল সাড়ে ১১টায় শাহপুর মধুগ্রাম কলেজে শিক্ষক মিলনায়তনে সকল শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন। দুপুর ১টায় সুবিধাবঞ্চিত নারীদের প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা বিনিময় করেন।
দুপুর আড়াইটায় মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ছাত্রছাত্রীদের জন্য খেলাধুলা সামগ্রিক প্রদান ও প্রতিষ্ঠান সরকারি করনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা আশ্বাস দেন। মাগরিবের নামাজ পরবর্তী রুদাঘরা ইউনিয়নে ২ টি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।