রিয়াজুল ইসলাম রিয়াজ,খুলনার খবর ||ফরিদপুরের বোয়ালমারীতে গুনবহা বিশ্বাসপাড়া ও আঁধারকোঠা যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী বাৎসরিক ভ্যালা বাইজ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গুনবহা-আঁধারকোঠা সংলগ্ন চন্দনা-বারাশিয়া নদীতে এ আয়োজনে ভ্যালা বাইজ, সাঁতার প্রতিযোগিতা, হাঁস ধরা প্রতিযোগিতা এবং তৈলাক্ত কলাগাছ ওঠার মতো গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। স্থানীয় হাজারো মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বোয়ালমারী পৌর জামায়াতের শুরা সদস্য মো. আতিয়ার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক মো. ইমরান হুসাইন। তিনি বলেন, “ভেলা বাইচ ও গ্রামীণ মেলা আমাদের সংস্কৃতির অংশ। এ ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত আয়োজন করা প্রয়োজন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।”
উক্ত অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন বোয়ালমারী পৌরসভা ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফরিদুল ইসলাম (ফরিদ)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের সভাপতি মো. রফিক বিশ্বাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম (চাঁন)। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বোয়ালমারী পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল আলিম বিশ্বাস, ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দলের ১নং সদস্য গোলাম রসুল বিশ্বাস, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মো. দেলোয়ার হোসেন, বোয়ালমারী পৌর মৎসজীবী দলের সভাপতি মো. কামাল বিশ্বাস, পৌর ৬নং ওয়ার্ড জামাতের আমির হাফেজ মিকাইল হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু কালাম বিশ্বাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও উপস্থাপক জাহিদ হাসান চঞ্চল। আনুষ্ঠানটি পরিচালনা ও তত্ত্বাবধান করেন আয়ুব আলী বিশ্বাস, মো. ইলিয়াস বিশ্বাস, মো. আজিম বিশ্বাস, মো. উজ্জ্বল বিশ্বাস, রাশেদুজ্জামান বিশ্বাস প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।