মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর ||পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে যশোরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে রোটারী ক্লাব অব যশোর।
শুক্রবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় যশোর সদর উপজেলার রূপদিয়া জিরাট এলাকার ফাইন ব্রিক্স অফিস প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।বৃক্ষরোপণ কার্যক্রমের আগে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব যশোরের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিম রেজা বাবুল। সভা শেষে বিভিন্ন ধরনের ফলদ গাছ রোপণ করা হয় এবং বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব ঢাকা নর্থ ওয়েস্টের রোটারিয়ান ইলমুল হক সজিব, ব্যবসায়ী ফারুক হোসেন, অ্যাসিস্টেন্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান কাজী রনি, ব্যবসায়ী শাহাদত হোসেন, রোটারিয়ান পিপি শফিয়ার রহমান মল্লিক এবং পিপি খালেদ সাইফুল্লাহ।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন রোটারিয়ান এস.এম জাহাঙ্গীর, পিপি আমিনুর রহমান, পিপি আক্তারুজ্জামান, পিপি মেহেদী হাসান, রোটারিয়ান সাজেদুর রহমান, মহিতুল হক রুবাই, নাজমুল হক, আরিফুজ্জামান, মঞ্জুরুল আলম নোমান এবং ক্লাব ফার্স্ট লেডি দিলরুবা আক্তার নিপু। অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারী ক্লাব অব যশোরের সেক্রেটারি রোটারিয়ান নাসিম উদ্দিন খান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।